ককটেল ফাটুক আর না ফুটুক আজ হরতাল
লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ১০ জুন, ২০১৩, ১০:০৬:৫৩ সকাল
আজ খুব ভোরে ককটেলের শব্দে ঘুম ভেঙ্গেছে। এখনো শহরের বিভিন্ন স্থান থেকে ককটেলের শব্দ ভেসে আসছে। ককটেলের শব্দে দারুন একটা ছন্দ তৈরী হচ্ছে। যতই ককটেল ফাটছে ততই আমার মন উতলা হচ্ছে। কেন যেন মনে হচ্ছে ককটেলের সঙ্গে সাহিত্যের একটা গভীর যোগসুত্র আছে। ভাবতে ভাবতে মনে হলো কোন কালে কোন কবি হয়তো লিখবেন,ফুল ফুটলেই বুঝে ফেলি/বসন্ত এসেছে দ্বারে/ককটেল ফাটলেই জানি/হরতাল কড়া নাড়ে।
আজ সোমবার সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই বগুড়ায় কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরন,মালবোঝাই ট্রাক ভাংচুর এবং মহাসড়ক অবরোধ করেছে পিকেটাররা। সকাল থেকেই জাময়াত শিবিরের কর্মীরা বিভিন্ন মহাসড়কে অবস্থান নিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে।
সকালে শহরের মফিজ পাগলার মোড়ে পিকেটাররা দু’টি মালবোঝাই ট্রাক ভাংচুর করে। এসময় তারা সখানে বেশ কয়েকটি ককটেলবিস্ফোরন ঘটায়। তাদের ককটেল বিষ্ফোরনে শহর জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
খান্দার,সুত্রাপুর,সাবগ্রাম,চারমাথা বনানী মাটিডালি এলাকায় হরতালের সমর্থনে শিবিরের খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করেছে। বগুড়া শহর শিবিরের সভাপতি আলাউদ্দীন সোহেলের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় বিচ্ছিন্নভাবে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
সোমবার ভোর থেকে বগুড়া-রংপুর মহাসড়কে চারটি স্থানে কয়েক কিলোমিটার জুড়ে বিদ্যুতের খুঁটি ও গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রেখেছে পিকেটাররা। এতে করে ঢাকা থেকে রংপুরগামী সকল যানবাহন আটকা পড়েছে।
এছাড়াও মাটিডালি,বনানী,তিনমাথা রেলগেট,চারমাথাসহ শহরের প্রবেশমুখ গুলোতে মহাসড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিবির। গুরুত্বপুর্ন পয়েন্ট গুলোতে পিকেটিং করছে জামায়াত শিবিরের কর্মীরা।
বিষয়: রাজনীতি
১১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন